logo

                                            শাহারুল লায়লা (দ্বীনা) আলিম মাদরাসা 
                    ডাকঘর : কমলেশ্বরদী খানকা উপজেলাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুর।
                                                     স্থাপিত: ১৯৮৫ ইংমাদরাসা কোডঃ ১১৫৮০ EIIN: 108703

শিক্ষািই জাতির মেরুদন্ড।কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার।এ অধিকার কে যথাযতভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহণ করছে।এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে।যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানের নিয়ে।প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়,পরিপূর্ণ হতে হয় স্বীয় সাধনায়।এ ক্ষেত্রে শিক্ষাই হলো আমাদের মূলমন্ত্র।আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্খিত পরিবর্তন।আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল ,স্বাধীন,সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা।এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ।আমি বিনয়ের সাথে দাবি করি,শাহারুল লায়লা(দ্বীনা)আলিয়া মাদরাসায় এসব কিছু ঘটানো সম্ভব হয়েছে।শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারন শিক্ষার পাশাপাশি বাৎসরিক শিক্ষাসফর,সাংস্কৃতিক,আনুষ্ঠানিক খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা।

 

মোঃ মাহফুজুর রহমান

অধ্যক্ষ

শাহারুল লায়লা(দ্বীনা)আলিম মাদরাসা

কমলেশ্বরদী খানকা

বোয়ালমারী-ফরিদপুর।

০১৭১২৮০৬৭৬১ 

   Developed By: dinbodol.com. Contact us: [ E-mail: habibullah.sir@gmail.com. Mobile: 01729411121.]